
- নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়িতে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান। প্রচুর পরিমাণ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।*
জলপাইগুড়ির রাজবাড়িপাড়া লাগোয়া ইন্দিরা গান্ধী কলোনি বাজার, মাসকালাইবাড়ি,বয়েলখানা বাজার সহ বিভিন্ন এলাকায় শনিবার অভিযান চালানো হয়। ব্যবসায়ীদের থেকে প্রচুর নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক অফিসার
বলেন, পরবর্তীতে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি জরিমানা করা হবে ওই ব্যবসায়ীদের। ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজার থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। সরকারি নিয়মের তোয়াক্কা না করেই ওই ব্যবসায়ীরা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করছিলেন বলে অভিযোগ। গত একমাস ধরেই সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি শহরকে প্লাস্টিক মুক্ত শহর করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।