
নিজস্ব প্রতিবেদন ঃ ২০৩০ সালের মধ্যে সর্প দংশনে মৃত্যুর হার শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যে সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির তরফে সারা রাজ্য জুড়ে সর্পদংশন সচেতনতা প্রচার শুরু হয়েছে। সেই উদ্দেশ্যে শিলিগুড়িতেও হাসপাতালের আশপাশে সচেতনতার পোস্টার দেওয়া হলো ওই সংস্থার তরফে। সংস্থার তরফে জানানো হয়েছে,কেও বিষ ধর সাপের সন্ধান পেলে সঙ্গে সঙ্গে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন।কিন্তু কেও সাপ মারবেন না।সব সাপই বিষাক্ত নয়।আমাদের আশপাশে অনেক নির্বিষ সাপও ঘুরে বেড়ায়।কিন্তু আমরা কিছু না বুঝে স্রেফ ভয়বশত সাপ মেরে ফেলি।এই সাপ মেরে ফেলার প্রবনতা আমাদের বাস্তুতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর।তাই অহেতুক সাপ নিয়ে আতঙ্ক নয়,তবে সচেতন থাকুন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
