মোবাইল টাওয়ার শরীরের ক্ষতি করছে না, জানালেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদন ঃ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কারও এলাকায় কোনো মোবাইল টাওয়ার বসানো হলে তা থেকে কারও শরীরে কোনো ক্ষতি হওয়ার কোনও প্রমাণ নেই। কাজেই মোবাইল টাওয়ার তৈরির জন্য কিছু মানুষ যে বিরোধিতা হচ্ছে তাকে তিনি সমর্থন করেন না বলে স্পষ্ট অভিমত জানিয়েছেন শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল। তিনি আরও বলেছেন, করোনা পর্বে নেট প্রযুক্তির গুরুত্ব খুব বেড়ে গিয়েছে। তাদেরকে প্রচুর চিকিৎসা করতে হচ্ছে নেট প্রযুক্তির সাহায্যে। এখন নেট প্রযুক্তি আরও শক্তিশালী করা প্রয়োজন। আর তা শক্তিশালী করতে হলে সর্বত্র মোবাইল টাওয়ার বসানো প্রয়োজন। যারা মোবাইল টাওয়ার বসানোর বিরোধিতা করছেন তাদেরকে এখনই সমাজের স্বার্থে বিরোধিতার পথ থেকে সরে আসা প্রয়োজন বলেও ডাক্তার শীর্ষেন্দু পাল জানিয়েছেন। তিনি বলেছেন, নেট প্রযুক্তিকে আরও চাঙ্গা করার জন্য প্রত্যেককে একসঙ্গে কাজে নামা প্রয়োজন।