
নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি পুর সভাতে মঙ্গলবার শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত সভাপতি সৌরভ চক্রবর্তীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাত্ করেন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব ।গৌতমবাবু তাঁকে শুভেচ্ছা জানান। আবার সৌরভ চক্রবর্তীও শ্রদ্ধা জানান গৌতমবাবুকে।গৌতমবাবু বলেন, মানুষের দুয়ারে উন্নয়ন পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ । এদিন তাঁরা উন্নয়ন নিয়ে বেশ কিছু সময় ধরে আলোচনা করেছেন। এরমধ্যে শিলিগুড়ির ট্রাফিক ব্যবস্থা যেমন রয়েছে তেমনই জলনিকাশী ব্যবস্থা, রাস্তাঘাট প্রভৃতি উন্নয়ন প্রসঙ্গ রয়েছে।
