
নিজস্ব প্রতিবেদন ঃ ২৪ জন সাংবাদিকের লেখা রয়েছে সেই বইতে।নাম ডেটলাইন লালগড়। লালগড় আন্দোলনের বিভিন্ন দিক তাতে প্রতিফলিত হয়েছে। বইটির সম্পাদনা করেছেন বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী। সেই বইয়ের রয়্যালিটি থেকে সংগৃহীত অর্থ দিয়ে বই কিনে দেওয়া হলো লালগড় রামকৃষ্ণ হাইস্কুলের গ্রন্থাগারে।দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে ওই ২৪ জন সাংবাদিক আবার নতুন ইতিহাস রচনা করলেন তাদের কাজের মাধ্যমে। স্কুলের প্রধান শিক্ষিকা মনোজ কুমার মাইতি এবং শিক্ষিকা উমা চক্রবর্তী সাংবাদিকদের ওই ধরনের প্রয়াসের তারিফ করেন। ভবিষ্যতের জন্য ডেটলাইন লালগড় একটি ঐতিহাসিক বই হয়ে থাকলো বলে উল্লেখ করেন শিক্ষকশিক্ষিকারা।
