নিজেই জঞ্জাল সাফাইয়ের কাজ করছেন কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদন ঃ রাজনীতি অনেকেই করেন।কিন্তু সবসময় রাজনীতির মাঠে অন্যরকম,ব্যতিক্রমী কাজ লক্ষ্য করা যায়না। এমনই এক ব্যতিক্রমী খবর এখন মালদা জেলা জুড়ে বিভিন্ন মানুষের নজর কাড়ছে। সাফাই কর্মীর ভূমিকায় দেখা যাচ্ছে এক তৃণমূল কাউন্সিলরকে । নিজের ওয়ার্ডের পাড়ায় পাড়ায় গিয়ে পচনশীল-অপচনশীল আবর্জনা সংগ্রহ করে জঞ্জালের গাড়িতে ফেলছেন পুরাতন মালদা পুরসভার তৃণমূল দলের কাউন্সিলর জান্নাতুন নেসা। সাধারণ মানুষ রাস্তায় যত্রতত্র আবর্জনা যাতে না ফেলেন , সে ব্যাপারেও প্রচার চালাচ্ছেন পুরাতন মালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কাউন্সিলর । এরই পাশাপাশি পুরসভার কর্মীদের সঙ্গে বাড়ি বাড়ি থেকে আবর্জনা নিয়ে জঞ্জালের গাড়িতে ফেলছেন তিনি। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের এমন উদ্যোগ দেখে হতবাক সাধারণ মানুষ।
এই বিষয়ে কাউন্সিলর জান্নাতুন নেসার বলেন , ডেঙ্গু সহ বিভিন্ন ধরনের মশাবাহিত রোগ নিধনের ক্ষেত্রে জঞ্জাল সাফাই এবং এলাকা পরিছন্ন রাখা অত্যন্ত প্রয়োজন । তার জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবারও সকালে এই কাউন্সিলর পুরসভার সাফাই কর্মীদের সঙ্গে বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহে নেমে পড়েন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য অফিসার, কর্মীরা। বেশ কিছু বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করে পুরসভার গাড়িতে মজুত করতে দেখা গিয়েছে কাউন্সিলরকে। মানুষ যাতে পরিছন্নতার দিক দিয়ে সম্পূর্ণভাবে সচেতন থাকেন, তার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন কাউন্সিলর । তিনি বলেন, পুরসভা থেকে প্রতিটি বাড়িতে জঞ্জাল ফেলার দুটো করে বালতি দেওয়া হয়েছে । তাতে পচনশীল এবং অপচনশীল পদার্থ মজুত রেখে নির্দিষ্টভাবে পুরসভার জঞ্জালে গাড়িতেই ফেলতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ কোন কিছু না বুঝেই রাস্তাঘাটে আবর্জনা ফেলছেন। এক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে। পুরসভার নির্দিষ্ট জঞ্জালের গাড়িতেই পচনশীল-অপচনশীল আবর্জনা ফেলতে হবে । তাই এদিন নিজের হাতে বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহ করে পুরসভার গাড়িতে মজুত করা হয়েছে । এক্ষেত্রে মশাবাহিত রোগ ঠেকানো সম্ভব।