
নিজস্ব প্রতিবেদন ঃ হিমালয়ান পাহাড়ের বিভিন্ন জনজাতি বা আদিবাসীদের সংস্কৃতি নিয়ে দিনের পর দিন গবেষণাধর্মী কাজ চালিয়ে যাচ্ছেন অধ্যাপক ডঃ ওমপ্রকাশ ভারতী। মূলত তারই উদ্যোগে বাগডোগরার ভুট্টা বাড়িতে শুরু হয়েছে হিমালয়ান মিউজিয়াম। সেখানে ৪৬৮ রকম প্রাচীন বাদ্য যন্ত্র সংগ্রহ করে রাখা হয়েছে। ডঃ ওমপ্রকাশ ভারতী আদিম জনজাতি বা হিমালয় পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে কাজ করায় বিভিন্ন মহলে দাগ কাটতে পেরেছেন। তিনি দেশের রাষ্ট্রপতির কাছ থেকেও জাতীয় পুরস্কার পেয়েছেন ব্যতিক্রমী কাজের জন্য। উত্তরবঙ্গের আদিম জনজাতি ধীমালদের বিভিন্ন বাদ্য যন্ত্র সংরক্ষণের কাজও তিনি করছেন। ধীমালদের প্রাচীন সব বাদ্য যন্ত্র নতুন ভাবে তৈরি করবার উদ্যোগও তিনি নিয়েছেন। তাঁর কথায়, বহু বাদ্য যন্ত্র হারিয়ে যাচ্ছে। বহু সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। এসব সংরক্ষণের জন্য তাদের ওই মিউজিয়াম। শিলিগুড়ির অন্য ধ্রুপদ কালচারাল অর্গানাইজেশনের কর্মকর্তা সোমা সান্যাল চক্রবর্তী ডঃ ভারতীর ওইসব প্রয়াসের তারিফ করেছেন।
