জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গা পুজোয় অষ্টমীর দিন মাকে আমিষ ভোগ দেওয়া হয়

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি ঃঃ জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গা পুজোর অষ্টমীর দিনে মাকে আমিষ ভোগ দেওয়া হয়।ইলিশ ,পাবদা ,পটল চিংড়ি সহ পাঁচ রকম মাছের আমিষ ভোগ দেওয়া হয়েছে।মহা অষ্টমীর দিনে কার্যত জন শুন্য ছিল জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গা মন্দির চত্বর।প্রতিবছর অষ্টমীর দিন তিলধারনের জায়গা থাকে না।কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের ফলে এবার স্বাস্থ্য বিধি মেনে পুজো করা হচ্ছে।রয়েছে অনেক বিধি নিষেধও।

রাজ বাড়ি পুজো আয়োজকদের তরফে শিবু ঘোষাল বলেন, মন্ডপের বাইরে ফুলের জন্য একটা গামলা রাখা ছিল। সেখানে অঞ্জলির ফুল সবাই দিয়েছে।মন্ডপে যাতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি রাজবাড়ির কুল পুরোহিত শিবু ঘোষাল আরও বলেন, জলপাইগুড়ি রাজবাড়ির পুজো এবার ৫১১ তম বর্ষে পদার্পণ করেছে।প্রতিদিনই মাকে আমিষ ভোগ দেওয়া হয়।মহা অষ্টমীর দিন ইলিশ মাছ,পাবদা মাছ,চিংড়ি মাছ, কাতল মাছ সহ অন্যান্য ভোগ দেওয়া হয়েছে।

এবার কোন লোকজন নেই।প্রতিবছর এই দিনে পা ফেলার জায়গা থাকে না।। সংক্রমণের জেরে এবার কেউ সেভাবে আসছে না। স্বাস্থ্য বিধি মেনে পুজো হচ্ছে ।