শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী, বাঘাযতীন পার্কে বিজয়া সম্মিলনী

নিজস্ব প্রতিবেদন ঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার শিলিগুড়ি এলেন। আগামী কদিন শিলিগুড়ি ও পাহাড়ে তাঁর কর্মসূচি রয়েছে। শিলিগুড়িতে এদিন বাঘাযতীন পার্কে তিনি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি অংশ নেন। সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। সোমবার কার্শিয়াঙে তাঁর অনুষ্ঠান রয়েছে। পাহাড়ের সাম্প্রতিক ধস পরিস্থিতি এবং মানুষের সমস্যা বা অসুবিধা নিয়ে খোঁজখবর এবং বৈঠক করছেন মুখ্যমন্ত্রী।