
নিজস্ব প্রতিবেদনঃকরোনাকে জয় করে বুধবার সকালে অবশেষে বাড়ি ফিরছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। টানা কুড়ি দিন ধরে লড়াই চালিয়ে তিনি করোনা পজিটিভ থেকে নেগেটিভ হলেন। চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরাও তাঁর সেবায় এই কদিন বিশেষ নজরদারি চালিয়েছেন বেসরকারি হাসপাতালে।

মঙ্গলবার গৌতমবাবু নিজেই বলেছেন, রিপোর্ট অনুকূল এসেছে। তবে চেনা ছন্দে ফিরতে কিছু সময় লাগবে। কেননা শারীরিক অন্য অনেক সমস্যা রয়েছে। সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী। প্রসঙ্গত করোনা শুরু হওয়ার পর বিশ্রাম না নিয়ে টানা কাজ করে গিয়েছেন পর্যটন মন্ত্রী। এদিক ওদিক তিনি ছুটেছেন করোনা সচেতনতা মেনেই। শেষমেষ নিজেও করোনা আক্রান্ত হন।