নিজস্ব প্রতিবেদন:
শিলিগুড়িতে উৎসবের আবহে সূচনা হলো বহু প্রতীক্ষিত ‘ক্রিসমাস কার্নিভাল’-এর। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, পর্যটন দপ্তর এবং শিলিগুড়ি ইউনাইটেড খ্রিস্টান ফোরামের যৌথ উদ্যোগে এই কার্নিভালের উদ্বোধন হয় সোমবার সন্ধ্যায়।

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের রঙিন পোশাক, সঙ্গীত ও উৎসবের আনন্দে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়ক।
এরপর এয়ারভিউ মোড়ে স্থাপিত সাংস্কৃতিক মঞ্চে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘ক্রিসমাস কার্নিভাল’-এর শুভ উদ্বোধন করা হয়। মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়।
আয়োজকদের মতে, এই কার্নিভালের মাধ্যমে সম্প্রীতি, আনন্দ ও উৎসবের বার্তা শহরবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। ক্রিসমাসকে ঘিরে শিলিগুড়িতে আগামী দিনগুলোতে আরও নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র গৌতম দেব। মেয়র সকলকে বড় দিন এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন

