নিজস্ব প্রতিবেদন ঃ উনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার হলেন মাইকেল মধুসূদন দত্ত। তাঁকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবেও গন্য করা হয়। মঙ্গলবার ২৫ জানুয়ারি ছিল তাঁর জন্ম দিন। প্রতিভাবান এই কবির জন্ম হয়েছিল ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলাদেশের যশোর জেলায়।বাংলার অসাধারণ মনিষীদের মধ্যে তিনি একজন।মঙ্গলবার শিলিগুড়িতে রথখোলা জ্ঞানদা সুন্দরী গ্রামীণ গ্রন্থাগারে তাঁর জন্মদিন পালিত হয় শ্রদ্ধার সঙ্গে। তাঁর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় শিলিগুড়ির মহকুমা শাসক ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন। করোনা বিধি মেনেই অনুষ্ঠান হয় বলে গ্রন্থাগরিক নন্দিতা সিনহা জানিয়েছেন।
