
নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।তার আগে বিভিন্ন মানুষের কাছে এক আবেদন নিয়ে উপস্থিত হলেন ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। করোনার সময় তিনি তাঁর টোটোটিকে মানুষের সেবায় কাজে লাগিয়েছিলেন।বহু করোনা আক্রান্ত মানুষ তাঁর সেবায় মৃত্যু মুখ থেকে ফিরে আসেন।গোটা দেশেই এরজন্য মুনমুনদেবীর নাম ছড়িয়ে পড়ে। এবার মুনমুনদেবী এম্বুলেন্স নিয়ে মানুষের সেবায় নামতে চান। এরজন্য তিনি কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সহযোগিতা চান। বিভিন্ন মানবিক গুনসম্পন্ন মানুষ আজকাল সমাজের সেবার জন্য অনেক দানধ্যান করে থাকেন।কেও যদি কারও স্মৃতিতে এম্বুলেন্স দান করতে চান তবে যোগাযোগ করতে পারেন মুনমুনদেবীর সঙ্গে। এম্বুলেন্স পেলে সেই ভাবে মানুষের সেবায় আরও বেশি করে ঝাঁপিয়ে পড়তে চান মুনমুনদেবী।
