অন্নপ্রাশনে ছোট শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন ঃ ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন শিলিগুড়ি হায়দরপাড়া গৌরাঙ্গ পল্লী নিবাসী অখিল মিত্র। তিনি তাঁর কন্যার অন্নপ্রাশন উপলক্ষে শিলিগুড়ি এন্ড স্মাইল পরিবারের হাতে রান্না করা খাবার তুলে দিলেন। সেইসব খাবার ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হয়। আপনারাও চাইলে যে কোনো অনুষ্ঠান এই সব অসহায় শিশুদের সঙ্গে পালন করতে পারেন , যোগাযোগ করুন 7908846581 এই নম্বরে।