
নিজস্ব প্রতিবেদন ঃ পদ্মশ্রী করিমূল হকের মানব সেবা সদন হাসপাতালে রোগী সাধারণের জন্য একটি পাকা ঘর তৈরি করে দিতে চলেছে শিলিগুড়ি ইনার হুইল ক্লাব অফ উত্তরায়ন।এ-উপলক্ষ্যে শুক্রবার পদ্মশ্রীর মানবসেবা সদন হাসপাতালে পুজো অনুষ্ঠানের আয়োজন করে ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন। পুজো অনুষ্ঠানের সঙ্গে ওই সংস্থা এদিন ওই গ্রাম এলাকায় পিছিয়ে পড়া মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে।তাছাড়া পিছিয়ে পড়া মহিলাদের হস্তশিল্পের কাজে উৎসাহিত করতেও কিছু সামগ্রী দান করেন তাঁরা। ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন এর এই মহতি প্রয়াসের প্রশংসা করেন পদ্মশ্রী করিমূল হক
