করোনার প্রতিকূল পরিবেশের সঙ্গে যুদ্ধ, আবারও স্পেন যাচ্ছেন প্রতিভাময়ী টেকমি

বাপি ঘোষ ঃ করোনার জেরে চারদিকে এক প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে। এরমধ্যেই অলিম্পিকের টেবিল টেনিসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবার স্বপ্ন নিয়ে নিজেকে তৈরি করবার এক অদম্য ইচ্ছা শক্তির ভাবনায় লড়াই চালিয়ে যাচ্ছেন শিলিগুড়ি সূর্যসেন কলোনির বাসিন্দা তথা জাতীয় স্তরের টেবিল টেনিস খেলোয়াড় টেকমি সরকার। করোনার আর টি পি সি আর টেস্ট রিপোর্ট না মেলায় তাঁর স্পেন যাত্রা নিয়ে এক প্রশ্ন চিহ্ন দেখা দেয়। শেষমেষ শিলিগুড়ির বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব দেবকুমার দে উদ্যোগ নেওয়ায় বিদায়ী পর্যটন মন্ত্রী গৌতম দেবের সহায়তায় আর টিপিসিআর টেস্ট করাতে পেরেছেন টেকমি। রবিবারই তিনি শিলিগুড়ি থেকে কলকাতা, কলকাতা থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করবেন। নিজের টেবিল টেনিস খেলার মানকে আরও উন্নত করে তুলতে এই নিয়ে দ্বিতীয় বারের জন্য স্পেনে যাচ্ছেন টেকমি। ২০২০-২০২১ সালে সিনিয়র জাতীয় টেবিল টেনিসে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন এই প্রতিভাময়ী খেলোয়াড়। তিনি হেরে যেতে রাজি নন, লড়াই — প্রতিকূল পরিবেশেও লড়াই চালিয়ে বিশ্ব অলিম্পিক থেকে জয়ের মুকুট ছিনিয়ে আনতে চান।