যুদ্ধ এ যে বড় যুদ্ধ —করোনা সচেতনতায় সঙ্গীত

নিজস্ব প্রতিবেদনঃ করোনার প্রথম ঢেউয়ের সময় খবরের ঘন্টার উদ্যোগে ছটি সচেতনতার সঙ্গীত তৈরি হয়। সেসব সঙ্গীতে সুর ও কন্ঠ দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পান খবরের ঘন্টার সহ সম্পাদিকা শিল্পী পালিত। আবার দ্বিতীয় ঢেউয়ের সময় করোনা সচেতনতায় খবরের ঘন্টার উদ্যোগে তৈরি হল আর একটি সঙ্গীত। সঙ্গীতের কথা ঃ বাপি ঘোষ। সুর ও কন্ঠ ঃ শিল্পী পালিত। শুনুন–