ছেলেমেয়েদের মাঠমুখী করে হাসি ফোটানোর প্রয়াস

নিজস্ব প্রতিবেদন ঃ ছেলেমেয়েদের মাঠমুখী করার ভাবনা থেকে গত ২২ ও ২৩ এপ্রিল মাটিগাড়ার পতিরামজোত খেলার মাঠে ফুটবলের আয়োজন করে শিলিগুড়ি এন্ড স্মাইল সোশাল ওয়েলফেয়ার সোসাইটি। বিখ্যাত ফুটবল বাইচুং ভুটিয়া থেকে শুরু করে অতীত দিনের দিকপাল ফুটবলার চন্দন ঘোষ ওই প্রয়াসের প্রশংসা করেন। এন্ড স্মাইলের উদ্যোগে আয়োজিত সেই উত্তরবঙ্গ কাপ ফুটবল টুর্নামেন্টে দুটি গ্রুপে ১৬টি দল অংশগ্রহন করেছিল। অনুর্ধ্ব ১৫ ও 40 উর্ধ্ব ভেটারেন্স বিভাগের সেই প্রতিযোগিতায় অনূর্ধ্ব
১৫তে হাজী জব্বার চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে উইনার্স কোচিং সেন্টার। আর জীবন কৃষ্ণ পাল ও অমিয়া পাল রানার্স ট্রফি পেয়েছে নকশালবাড়ি ফুটবল একাডেমি।
৪০উর্ধ্ব ভেটারেন্স সোনাদেবী কালোবার চ্যাম্পিয়ন ট্রফি ও ১৫ হাজার টাকা পেয়েছে পূর্বাঞ্চল নেপাল। খোকন বসাক রানার্স ট্রফি ছাড়াও দশ হাজার টাকা পেয়েছে শিলিগুড়ি ভেটারেন্স ।শুধু ফুটবলের আয়োজন নয়,খেলার আয়োজনের সময়ও সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করে এন্ড স্মাইল সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলার দিনই
তাঁরা দু জন অসুস্থ মানুষের হাতে আড়াই হাজার টাকা করে চেক তুলে দিয়েছেন বলে সংস্থার সম্পাদক ও সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন।
সেই ফুটবল প্রতিযোগিতার আসরে ফেয়ারপ্লে ট্রফির সঙ্গে ৫০০ টাকা , বেস্ট প্লেয়ার ৫০০ টাকা, বেস্ট গোলকিপার ৫০০ টাকা, বেস্ট ডিফেন্ডার ৫০০ টাকা এবং ম্যান অফ দ্য ম্যাচ ৫০০ করে পুরস্কার দেওয়া হয়েছে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—