জলপাইগুড়িতে জেলা বধির ক্রীড়া সংস্থার নতুন বোর্ড

নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়িতে ডেফ ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংস্থার তৃতীয় বার্ষিক সাধারণ সভা ডিএসএ অফিসে অনুষ্ঠিত হলো। সেই সভার মাধ্যমে ২০২৩-২০২৫ সালের জন্য জলপাইগুড়ি জেলা বধির ক্রীড়া সংস্থা নতুন বোর্ড গঠন করা হয়। তাতে অভিষেক বসু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সহকারী সম্পাদক পদে নির্বাচিত হন দিলীপ শা, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মুন্না ভগৎ। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দেবযানী বসু ও স্বপন কুমার গুহ। আর সরকারিভাবে নতুন সভাপতির নাম ঘোষনা হয়নি। জাতীয় স্তরে পদকজয়ী শ্রবন প্রতিবন্ধী খেলোয়াড়দের ওই বধির ক্রীড়া সংস্থা পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় সেই অনুষ্ঠানে। এরা হলেন প্রেম শা, রিয়া রায়, অন্তরা দত্ত ও প্রত্যুষ ভট্টাচার্য। তাদের হাতে পুরস্কার তুলে দেন কুমার দত্ত, দেবযানী বসু, শ্বাশ্বতী গুহ রায়। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন মনীশ দাস, অমিত কুমার বিশ্বাস, শ্বাশ্বতী গুহ রায় ও কুমার দত্ত সহ অন্যন্যরা ।।

আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—