
নিজস্ব প্রতিবেদনঃ স্নাতক উত্তীর্ণ এক ভবঘুরেকে চুল দাড়ি কেটে স্নান করিয়ে চিকিৎসার বন্দোবস্ত করা হলো। তাঁকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা শুরু করেছে শিলিগুড়ি নিউ বালক সংঘ।

ওই যুবকের নাম রাজু বিশ্বাস। শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছিল সে।তারপর কলেজের পাঠ চুকিয়ে বহু বছর ধরে ভবঘুরে সে। বড় বড় চুল দাড়ি হয়েছিল তার মুখে, দীর্ঘদিন স্নান না করায় দেখা দিয়েছিল শারীরিক সমস্যাও।
আর সেই তরুনকেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিশেষ মানবিক ভূমিকা গ্রহণ করলো নিউ বালক সংঘ ও শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি। তার
চুল দাড়ি কেটে স্নান করিয়ে নতুন জামাপ্যান্ট পরানো হয় সোমবার। পরবর্তীতে চিকিৎসা করে কাজের ব্যবস্থার মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চায় নিউ বালক সংঘের সদস্যরা।একটা সময় এই রাজু এই ক্লাবেরই সদস্য ছিল। ক্লাবেরও দায়িত্বভার সামলিয়ে ছিল । রাজুকে দিয়ে এই মানবিক কর্মসূচি শুরু হলেও আগামীতে আরো ভবঘুরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অঙ্গীকার করেছেন বালক সংঘের সদস্যরা।
এই ধরনের উদ্যোগে খুশি সাধারণ মানুষও।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—