
নিজস্ব প্রতিবেদন ঃ গত ২০শে জুন জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে। এবারে শিলিগুড়ি ইসকন রথের মাসির বাড়ি তৈরি হয়েছে শিলিগুড়ি ডাবগ্রাম সূর্যনগর মাঠে।সেখানেই তৈরি হয়েছে গুন্ডিচা মন্দির।আর সেই গুন্ডিচা মন্দির বা মাসির বাড়িতে এখন প্রতিদিন আধ্যাত্মিক আলোচনা, ভজন কীর্তন সহ ভক্তিমূলক বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। সেখানে প্রতিদিন ভিড় উপছে পড়ছে ভক্তদের। সূর্যনগর মাঠ যেন এখন উৎসবের আমেজে রয়েছে। শিলিগুড়ি ইসকনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন, প্রচুর ভক্ত আসছেন গুন্ডিচা মন্দিরে।সকলেই জগন্নাথ দেবকে ভক্তি করছেন।এদিকে ভিড়ে হুড়োহুড়ির মধ্যে অনেকের জুতো হারিয়ে যাচ্ছে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-