গাছ লাগাও,প্রাণ বাঁচাও

নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ চারদিকে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি। গাছ কেটে কেটে আমরা বিশ্ব উষ্ণায়ন বাড়িয়ে তুলছি। এই অবস্থায় গাছ লাগাও,প্রাণ বাঁচাওয়ের হাওয়া তুলতে সকলের মাঠে নামা প্রয়োজন।খবরের ঘন্টার উদ্যোগে গাছ লাগাও,প্রান বাঁচাওয়ের এই গানটি লিখেছেন পত্রিকা-পোর্টালের সম্পাদক।সে গানে সুর দিয়েছেন বীণাপাণি শিল্পী। যন্ত্র সঙ্গীতে রয়েছেন সুপ্রিয় ব্যানার্জী,দোতারায় চৈতন্য রায়। অডিও এডিটিং করেছেন দেবাশিস আর ভিডিও এডিটিং বিকি সাহা।শিলিগুড়ি মহকুমার আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান,লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই কাজে উৎসাহ দিয়েছেন।