
নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন, যত্র জীব তত্র শিব। মানুষ, প্রকৃতি ও সব প্রাণীর প্রতি ভালোবাসার কথা পৃথিবীর সব মহাপুরুষেরা বলে গিয়েছেন। আমরা শুধু সেসব বইতে পড়ি, ভাষন দিই তারপর সব ভুলে যাই। কিন্তু বাস্তবে আবার কিছু মানুষ মহাপুরুষদের বানীকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন। শিলিগুড়ি শহর লাগোয়া আমরা বেকার নামে একটি সংস্থা এরকমই একটি মানবিক ও ব্যতিক্রমী কাজ করে চলেছে।

বিগত চার মাস ধরে আমরা বেকার নামে সংস্থাটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া মেডিকেল মোড় থেকে নৌকাঘাট পর্যন্ত রাস্তার ধারে ভবঘুরেদের মধ্যে রাতের খাবার বিলি করছে। সংস্থার সভাপতি আশিস সিং, সম্পাদক সজল দত্ত, কোষাধ্যক্ষ স্বপন দাস, কনভেনর বিবর্তন সাহা সহ অন্য কুড়ি জন সদস্য মিলে রাতের বেলা রান্না করা খাবার নিয়ে বেরিয়ে পড়ছেন। তারপর তা বিলি করছেন ফুটপাতের ধারে পড়ে থাকা অসহায় ক্ষুধার্ত মানুষদের মধ্যে। প্রতিদিন তারা কুড়ি থেকে পঁচিশ জনকে দিচ্ছেন রাতের খাবার। মূলত নিরামিষ ডাল ভাত সব্জি হলেও কখনও ডিমও থাকছে পাতে। সম্পাদক সজল দত্ত জানান, তারা এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন। তারপর নিজেরাই রান্না করছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের করিডরে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীনদের মধ্যেও তারা তাদের খাবার বন্টন করে নজির তৈরি করছেন। একই সঙ্গে পুরনো বস্ত্র সংগ্রহ করেও তারা তা বিলি করছেন।