
নিজস্ব প্রতিবেদন ঃ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের শ্রীপুর নিবাসী দীপঙ্কর বিশ্বাসের জন্মদিন ছিলো রবিবার। জন্মদিনে এক মানবিক কাজ করে বসলো দীপঙ্কর। চল্লিশ কিলোমিটার বাইক চালিয়ে সমাজসেবী বিশ্বজিৎকে সঙ্গে নিয়ে এদিন ইসলামপুর হাসপাতালে রক্তদান করলো সে। প্রথম রক্তদান করে বেজায় খুশি দীপঙ্কর, সমাজকর্মী বিশ্বজিৎও রক্তদান করেছে ।। এই রক্তদানে সহযোগিতা করে ইসলামপুর সিস্টার্স ও ব্রাদার্স সোসাইটির সাহেব ও অমিত ।। মূলত পুলিশ কর্মী ও সমাজসেবী বাপন দাসের অনুপ্রেরণায় এই রক্তদান বলে জানান দুই রক্তদাতা।
