নকশালবাড়িতে রক্ত দান

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি নবজাগরণ মঞ্চ স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে রবিবার । সংগৃহিত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয় ।। রক্তদানের এই শিবিরটি পরিচালনা করে ইসলামপুর সিস্টার্স ও ব্রাদার্স সোসাইটি । মেডিক্যাল কলেজের রক্ত শূণ্যতা দূর করতেই এই শিবির বলে নবজাগরণ মঞ্চের সম্পাদক সতীশ সিং জানিয়েছেন । এদিনের এই শিবিরে রক্তদান করেন সমাজকর্মী টুম্পা সরকার, ছাত্রী পল্লবি সাহা ও প্রদিপ সা । স্থানীয় ক্লাব সম্পাদক ধমেন্দ্র পাঠক বলেন, নতুন সোসাইটি এই নবজাগরন মঞ্চ, শুরুটা ভালো কাজ দিয়ে করেছে।। এই রক্তদান শিবিরের জন্য সহযোগিতা করেছেন পুলিশকর্মী ও সমাজসেবী বাপন দাস।