নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃঃ হিন্দু না ওরা মুসলিম?ওই জিজ্ঞাসে কোন জন?/ কান্ডারী! বল ডুবিছে মানুষ,সন্তান মোর মা-র। একসময় লিখেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। শনিবার রাখি বন্ধনের প্রাক্কালে সেরকম কবিতা নতুন করে কাগজেকলমে লেখা না হলেও হিন্দু ও মুসলিম ঘরের স্কুল পড়ুয়ারা পরস্পর অন্যরকম রাখিবন্ধনে মাতলো।উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়িতে এ এক নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো।শিলিগুড়ি নেতাজি জি এস এফ পি এবং সামসিয়া উর্দু জি এস এফ পি যৌথভাবে সেই রাখিবন্ধন কর্মসূচির আয়োজন করে। নেতাজি জিএসএফপি স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন শীলশর্মা জানিয়েছেন, ভারতবর্ষ এক ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতির বন্ধন জোরদার করাই সকলের লক্ষ্য হওয়া উচিত।সেদিকে তাকিয়েই তাদের ওই রাখিবন্ধনের আয়োজন। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী গৌতম দেবও উপস্থিত ছিলেন।অল ইন্ডিয়া মাইনরটি অর্গানাইজেশন থেকে সভাপতি নাসির আহমেদএই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।