
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি আর্টিস্ট ফোরাম এবং সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে তথা শিলিগুড়ি পুর সভার সহযোগিতায় উত্তরবঙ্গ মারোয়াড়ি ভবনে উত্তরবঙ্গের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের লোকজনদের জন্য করোনা ভাইরাসের টিকাকরণ শিবিরের আয়োজন করা হয় বুধবার ।শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের হাত দিয়ে এই টিকাকরন শুরু হয়।এদিনের এই শিবিরের মাধ্যমে বহু শিল্পী সাহিত্যিক উপকৃত হয়।
