এনজেপি থেকে আবার চালু টয় ট্রেন, পুজোর আগে খুশির হাওয়া

নিজস্ব প্রতিবেদন ঃপ্রায় দেড় বছর পর ফের চালু হল পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের বহু আকাঙ্খিত টয় ট্রেন পরিষেবা। বুধবার নিউজলপাইগুড়ি স্টেশন থেকে চালু হল বিশ্ব হেরিটেজ খ্যাত এই ট্রেন । করোনা আবহের কারনে দীর্ঘ দিন ধরে টয় ট্রেন পরিসেবা বন্ধ ছিল। যদিও জয় রাইড চালু ছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে সেই জয় রাইড পরিষেবাও বন্ধ হয়ে যায়। এদিকে পর্যটনের দ্বার খুলে দেওয়া হলেও দার্জিলিং সহ তরাই ডুয়াস ও পাহাড়ে পর্যটকদের খুব একটা দেখা পাওয়া যাচ্ছিল না। স্বাভাবিকভাবেই পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছিল। কিন্তু পুজোর আগে এই টয় ট্রেন পরিষেবা আবার চালু হওয়ায় পর্যটন ব্যবসায়ীরা আশার আলো দেখতে পাচ্ছেন। সে কারনেই পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে খুশির আলো দেখা যায় এই টয় ট্রেন পরিসেবা চালু হওয়ায়।এদিকে পুজোর আগে শুরু হতে চলেছে রেলের বিশেষ বিশেষ ট্যুরিস্ট ট্রেন। ক্যাটারিং এবং ট্যুরিজম কর্পোরেশনের পরিচালনায় এই ট্রেন সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে চলবে।আগরতলা থেকে গোয়া পর্যন্ত তা চলবে।এই বিশেষ ট্রেনে স্লিপার, এসি কামরা ছাড়াও খাওয়াদাওয়ার বিশেষ ব্যবস্থা থাকছে।টিকিট পাওয়া যাচ্ছে ওয়েবসাইট এবং ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনের আঞ্চলিক অফিসগুলোতে।