
নিজস্ব প্রতিবেদন ঃ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটস এর উদ্যোগে গত মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার শিবমন্দির বিডিও অফিস চত্বরে সাইবার ক্রাইম নিয়ে এক সচেতনতার অনুষ্ঠান হয়। বিডিও শ্রীবাস বিশ্বাস সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সোসাল মিডিয়ার যুগে সাইবার ক্রাইম দিনকে দিন বাড়ছে। নিজেদের সচেতনতার অভাবে বহু মানুষ অনেক সময় ফোনের ওটিপি নম্বর দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। ভুয়ো ফেসবুক একাউন্ট থেকেও অনেক মানুষ বিভিন্নরকম প্রতারণার শিকার হচ্ছেন। অনুষ্ঠানে এসব নিয়েই সচেতনতার আলোচনা হয় শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার সহযোগিতায়।পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা রায়, আঠারখাই গ্রাম পঞ্চায়েত প্রধান যূথিকা রায়, সংশ্লিষ্ট সংগঠনের মহাসচিব সংগ্রাম মিত্র, কেন্দ্রীয় সভাপতি দেবাংশ ভট্টাচার্য, সাইবার ক্রাইম থানার আইসি বিশ্বজিৎ মজুমদার, এস আই তপন শীল, সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি অসীম পন্ডিত, সম্পাদক পিন্টু ভৌমিক, সদস্য কৃষ্ণা দে,বিশ্বনাথ রায়,সঞ্জয় চন্দ্র বর্মন, বিষ্ণুপদ বিশ্বাস, সুখময় নন্দী, মালা দত্ত নন্দী,মিলন বিশ্বাস প্রমুখ সেখানে উপস্থিত হয় বক্তব্য রাখেন।
