
নিজস্ব প্রতিবেদন ঃ গত ২০ আগস্ট শিলিগুড়ি থিরানি মিল কম্পাউন্ডে হরিয়ালি তীজ নামে অনুষ্ঠান হয় নারী শক্তি সংগঠনের পরিচালনায়।সেখানে গেম শো থেকে শুরু করে নৃত্য, নাটক প্রভৃতি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্নালালজী বৈদ,শ্রীমতি সীমা পন্সারি,প্রতিভা পরখ। গনেশ পুজো বা গনেশ বন্দনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সমগ্র অনুষ্ঠান ঘিরে বেশ উৎসাহের পরিবেশ তৈরি হয়।
