সুন্দর আর্ট করে তাপসী,করুনা নয়– স্বনির্ভর হতে চায় ও

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি ঘোঘোমালি ফল বাজার রোডের বাসিন্দা সূত্রধর পরিবারের দুর্দশার কথা সকলের জানা আছে।গোটা পরিবারটিই অসুস্থ। পরিবারের দুই সন্তান তাপসী ও দীপঙ্কর কঠিন মায়োপিয়াতে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। কিছু মানবিক গুন সম্পন্ন মানুষের সহযোগিতায় বেঁচে আছে এই পরিবার। পরিবারের কর্তা জিতেন সূত্রধর এবং কর্তী অর্চনা সূত্রধরও অসুস্থ। গোটা একটি পরিবারের পাশে সবসময় মানবিক মুখ নিয়ে পাশে আছেন স্কুল শিক্ষিকা পৃথা সেন, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী সাগ্নিক বন্দ্যোপাধ্যায়, জুই ভট্টাচার্য, শিক্ষিকা নিবেদিতা মজুমদার, এস জে ডি এ বোর্ড সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম গোস্বামী, টোটোন সাহা, নবকুমার বসাক, সোমনাথ চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই এই পরিবারের পাশে আছেন। কিন্তু আবারও এই পরিবারের জন্য কিছু সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছে। তাই খবরের ঘন্টার এই প্রতিবেদন। এরইমধ্যে তাপসী সূত্রধর চাইছে তাঁর অঙ্কন চর্চাকে আরও নান্দনিক করে তার বিপণন।অনেক সুস্থ রুচির মানুষ তাদের ঘরকে বিভিন্ন ডিজাইন আর্ট দিয়ে সাজিয়ে রাখেন।সেক্ষেত্রে তাঁরা তাপসীর আর্টগুলো অর্থের বিনিময়ে কিনে নিলে তাপসী একটু স্বনির্ভর হয়।তাঁর পুর্নবাসনের ব্যবস্থাও হয়।নিজের মন ও শরীরের কষ্ট থাকলেও তাপসী তাঁর সেলাই এবং অঙ্কন বিদ্যার মাধ্যমে নিজের পুর্নবাসন চায়।আর সেটা হলে কারও দয়া বা করুনার ওপর তাঁকে আর নির্ভর হয়ে থাকতে হয় না।এ বিষয়ে তাপসী সকলের সহযোগিতা চায়।সামনে রাখি বন্ধন।চলুন না সবাই মিলে সাহায্য সহযোগিতা এবং সূত্রধর পরিবারের সকলের হাতে রাখি পড়িয়ে পবিত্র রাখিবন্ধনকে আরও পবিত্রতার বন্ধন করে তুলি।তাপসীদের সাহায্য করার জন্য যোগাযোগ নম্বর এবং ব্যাঙ্ক ডিটেইলস দেওয়া হলো—
Central Bank of India
,Ghogomali Branch
Mr. Jiten Sutradhar
Chayan para,Falbazar Road
Account no: 3832328819
IFSC code : CBIN0284223
যোগাযোগের জন্য ফোন নম্বর :9434826307
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—