
শিল্পী পালিতঃকলকাতার গোবিন্দ ঘোষ লেনে বাড়ি শুভঙ্কর প্রামানিক।অঙ্কন তাঁর নেশা। পড়ুন তাঁর কলমে-

আমার নাম শুভঙ্কর প্রামানিক। আমার ছবি আঁকাটা ছোট থেকেই, না শিখে। আঁকতে ভালো লাগতো,তারচেয়ে বেশি ভালো লাগতো কারোর আঁকা দেখতে। এরপর কলকাতা থেকে মেদিনীপুরের বাড়ি চলে যাই, তারপর আঁকাটা বেশ কয়েকবছর প্রায় বন্ধ ছিলো। টুয়েলভ এর পর কলেজে পড়ার জন্য আশুতোষ কলেজে ভর্তি হই। বন্ধুরা আঁকা দেখে বকাবকি করতো,… ভুগোল নিয়ে পড়তে এলি কেন? এটা তোর লাইন নয়। তখন থেকেই চেষ্টা করি আর্টকলেজের দিকে। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। ২০১৮ থেকে আঁকাটা সিরিয়াসলি নিই। ২০১৯ এ ছবিওয়ালা গ্রুপের সাথে প্রথম এক্সিবিশন গ্যালারি গোল্ডে। সেই থেকে পথচলা শুরু। অনেকেই বলেছেন ভুগোল নিয়ে পড়ে সেখান থেকে বেরিয়ে এসে এই পথে কেন?
আসলে এখন সবাই কম্পিটিশনের যুগে কম্পিটিশন করতে চায়। কিন্তু যে রাস্তায় ভিড় কম সে রাস্তা এড়িয়ে ভিড় রাস্তায় এগোনো বোকামি বটে। তারচেয়ে বড় কথা এই পেশায় সম্মান, অর্থ দুই আছে,শুধু সঠিকভাবে হ্যান্ডেল করতে হয়। বাধা বিপত্তি সব পেশায় থাকে এড়িয়ে চলতে হবে। সৎ ভাবে কাজ করলে সব কাজই শ্রেষ্ঠ শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হয়। অহংকার না করে হাসিমুখে মানুষের জন্য কাজ করলে সাফল্য অবশ্যই পাওয়া যাবে।
২০/৩বি ,গোবিন্দ ঘোষাল লেন,কলকাতা ৭০০০২৫