মৃত্যুবার্ষিকীতে দুঃস্থদের সেবা

নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার প্রয়াত সুরেশ চন্দ্র সরকারের পরিবারের তরফ থেকে শিলিগুড়ি এন্ড স্মাইল পরিবারের সহযোগিতায় প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গরিব অসহায় ২০০ জন মানুষের হাতে চাল , ডাল , আটা , সয়াবিন ,তেল ও কিছু সবজি তুলে দেওয়া হলো । এন্ড স্মাইল পরিবারের কর্নধার নব কুমার বসাক জানান, তারা অসহায় মানুষের পাশে ছিলেন, আছেন ও থাকবেন।তাদের সঙ্গে
যোগাযোগের নম্বর
7908846581