শিলিগুড়ি হায়দরপাড়ায় এবার পুজোর থিম, আগমনীর সানাই বাজে সাজবে উমা নতুন সাজে

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের পুজোয় এবারের থিম, আগমনীর সানাই বাজে সাজবে উমা নতুন সাজে।পুজো মন্ডপ চত্বরে থাকছে বিভিন্ন বাদ্য যন্ত্র এবং সানাই। পুরনো দিনের সানাই সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে ডিজিটাল প্রযুক্তির যুগে। তাই পুরনো দিনের সানাই সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে মেলে ধরতে তাদের এই উদ্যোগ বলে ক্লাবের অন্যতম কর্মকর্তা নির্মল কুমার পাল জানিয়েছেন। মন্ডপ সজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছে এই ক্লাবের প্রতিমা। প্রতিমা নির্মাণ করছেন মৃৎ শিল্পী সুশান্ত পাল। করোনার বিধি মেনেই তাঁরা পুজোর আয়োজনে মেতেছেন বলে নির্মলবাবু জানিয়েছেন। এই থিমের ভাবনা ও রুপায়নে রয়েছেন শিল্পী অচিন্ত্য এবং স্বপন। চাঁদা আগের মতো তেমনভাবে সংগৃহীত হচ্ছে না, ফলে ক্লাব সদস্যদের মধ্যে চিন্তাও রয়েছে
যদিও সরকারি অনুদান তাদেরকে অনেকটাই উৎসাহিত করেছে। ক্লাব চত্বরেই দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন দুই শিল্পী অচিন্ত্য এবং স্বপন। অন্যবছর অতিরিক্ত কর্মীকে তাঁরা কাজে নামান, এবার তাতেও কাটছাঁট করতে হয়েছে বলে শিল্পীরা জানালেন। আসলে এই ধরনের থিমের কাজ করতে তাঁরা ভালোবাসেন, সেই ভালোবাসা থেকেই তাদের আরও বেশি করে মনঃসংযোগ বলে শিল্পীরা জানালেন।