চিনের আলো বর্জনের ডাক

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ চিনের আলো বর্জন করার ডাক দিলেন শিলিগুড়ির মাটি শিল্পীরা। তাদের কথায়,প্রতিবছর দীপাবলির আগে ভারতীয় ঐতিহ্য মেনে মাটির প্রদীপের চাহিদা তৈরি হয়। কিন্তু বিগত কয়েকবছর ধরে এই চাহিদা কমছে। কারন চিনের আলো ভারতীয় বাজার দখল করছে। আর এতে বহু প্রদীপ শিল্পীর রুটিরুজিতে টান পড়ছে। তাই তারা আরও বেশি বেশি করে ভারতীয় মাটির প্রদীপ ব্যবহার করবার আবেদন জানাচ্ছেন।
শিলিগুড়ি চয়নপাড়া পালপাড়ায় থাকেন মাটি শিল্পী সাধন পাল। ছোট থেকেই একটি পা তার অসাড়। প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি দিনের পর দিন মাটির প্রদীপ তৈরি করে আসছেন। প্রতিবন্ধী ভাতাও পান। কিন্তু এখন আর মাটির প্রদীপ তৈরি করে তেমন আনন্দ পান না। কারন এতে রোজগার কমছে। ফলে মাটির ঘট ইত্যাদি তৈরি করছেন।মাটির প্রদীপ তৈরির কাজ অনেক কমিয়ে দিয়েছেন। তার বক্তব্য, সবাই চিনের আলো বর্জন করে মাটির প্রদীপ ব্যবহার করলে মাটি শিল্পীদের শক্তি বৃদ্ধি হয়। একদিকে প্রতিবন্ধকতা আর এক দিকে আর্থিক সঙ্কট দুই মিলিয়ে লড়াই করছেন তিনি। তার মতোই আরও অনেক প্রদীপ শিল্পীর প্রদীপের নিচে চলছে অন্ধকার।