সুকনাতে অস্ত্র পুজোয় প্রতিরক্ষা মন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়ি সংলগ্ন সুকনায় ‘অস্ত্র পূজা’ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভেন। রবিবার সিকিম থেকে ফেরার পথে সুকনায় ‘অস্ত্র পূজা’তে অংশ নেন তিনি । শনিবার সুকনা হয়ে সিকিমে যান রাজনাথ।