
নিজস্ব প্রতিবেদনঃ সারা বছর ধরেই বিভিন্ন রকম মানবিক ও সামাজিক কাজ চালিয়ে যাচ্ছে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা সৌমি। মহিলাদের নিয়ে এই সংস্থা গঠিত হয়েছে। সংস্থার অন্যতম প্রধান পরিচালিকা বিশিষ্ট সমাজসেবী মিলি সিনহা। সোমবার সৌমির উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হল দেশবন্ধু পাড়ার নৃত্য মঞ্জিলে। সেখানে কবিতা, সঙ্গীত, নৃত্য সবমিলিয়ে অনুষ্ঠানের পরিবেশ অন্যরকম হয়ে ওঠে। বিশিষ্ট সমাজসেবী মিলি সিনহা জানিয়েছেন, পুজোর আগে তাঁরা বস্ত্র দান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। উৎসব পর্ব এখনো শেষ হয়নি।আগামীদিনে তাঁরা আরও কিছু মানবিক কর্মসূচি গ্রহণ করতে চলেছেন। বিভিন্ন মহিলা সামাজিক ও মানবিক কাজ করার জন্য উৎসাহিত হয়ে সৌমিতে নাম লিখিয়ে চলেছেন।
