চা বাগানের অনগ্রসরদের মধ্যে শীত বস্ত্র বিতরণে স্বামীজি ক্লাব

নিজস্ব প্রতিবেদন ঃশ্যামা পুজোর পরই আসছে শীত।আর শীতে বহু মানুষ কষ্টের মধ্যে পড়েন শীতবস্ত্র না থাকায়।সেদিকে তাকিয়ে শিলিগুড়ি আশ্রমপাড়ার স্বামীজি ক্লাব রবিবার রাতে চা বাগানের শ্রমিক ও শিশুদের মধ্যে শীত বস্ত্র ও কম্বল বিতরন করে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালি সামন্ত ওই চা শ্রমিকদের নাগরাকাটা গ্রাসমোড় চা বাগান এলাকা থেকে নিয়ে আসেন শিলিগুড়িতে। সহযোগিতা করে স্বামীজি ক্লাব।অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের স্বামী অতীশানন্দ মহারাজ উপস্থিত ছিলেন। শ্যামা পুজো উপলক্ষে চা বাগানের অসহায় হতদরিদ্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণের ওই প্রয়াসকে তারিফ করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালি সামন্ত।