মেয়ের জন্মদিনে দুঃস্থদের মধ্যে কম্বল বিলি করলেন বাবা

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ মেয়ের জন্মদিনে দুঃস্থদের মধ্যে কম্বল বিলি করলেন বাবা শঙ্কর ভট্টাচার্য। রবিবার সকালে শিলিগুড়ি সুভাষ পল্লীতে বিশেষ সংশোধনাগারের পাশে শঙ্করবাবু প্রায় দুশো জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দিয়ে তাদের পেট পুরে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। শঙ্করবাবু জানান,শীত চলে এসেছে। এই শীতে কম্বলের অভাবে অনেক দুঃস্থ মানুষ কস্টে থাকেন।তাই তাদের কথা চিন্তা করে এই আয়োজন। তারা লক্ষ্য করেছেন,অনেক বাড়িতে জন্মদিন পালনের সময় অনেক খাবার নস্ট হয়। অথচ বহু মানুষ খেতে পায় না। তাই তারা অন্যরকম মানবিক ভাবনায় এদিন এই আয়োজন করেন।
শঙ্কর ভট্টাচার্য এবং তার স্ত্রী দীপালি ভট্টাচার্যের একমাত্র কন্যা স্বরলিপির এগারো বছর হল রবিবার। স্বরলিপি গান শেখে। ও পড়ে একটি ইংরেজি মাধ্যমের ষষ্ঠ শ্রেনীতে। শঙ্করবাবু এমনিতে অসুস্থ। তারমধ্যেই মানবিক ও সামাজিক কাজ করেন তিনি। এর আগে মেয়ের জন্মদিনে তিনি বিশেষ চাহিদাসম্পন্নদের স্কুলে গিয়ে বহু সামগ্রী বিতরন করেন। এদিন তাকে এই কাজে সহযোগিতা করেন তার দাদা বিশ্বনাথ ভট্টাচার্য এবং বৌদি শম্পা ভট্টাচার্য।