
নিজস্ব প্রতিবেদনঃ নারী পাচারের মতো জঘন্য অপরাধ ঠেকাতে শিলিগুড়ি মহকুমার সীমান্ত গ্রামগুলোতে ২৮০০ জন মেয়েকে বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওই প্রশিক্ষন দেওয়া হয়েছে। সংস্থার সমাজসেবী আমোস শেরিং জানিয়েছেন, নারী পাচার ঠেকানোর জন্য ওই মেয়ে বাহিনীকে ফুটবল, ক্যারাটেও শেখানো হয়েছে। তাদের অভিনয় বা নাট্য প্রতিভার বিকাশও ঘটানো হয়েছে যাতে তারা অভিনয়ের মাধ্যমে নারী পাচারের বিরুদ্ধে অন্যদের সচেতন করে তুলতে পারেন।

এদিকে মহিলা এবং বালিকা শিশুদের ওপর নির্যাতন বর্জন দিবস অন্য স্থানের সঙ্গে পালিত হল শিলিগুড়ি মহকুমাতেও। বুধবার ওই বিশেষ দিবসকে সামনে রেখে শিলিগুড়ি মহকুমার সীমান্ত অঞ্চল ফাঁসিদেওয়া থেকে খড়িবাড়ি পর্যন্ত এলাকায় মেয়েদের নিয়ে সাইকেল মিছিল অনুষ্ঠিত হল।৩৫০ জনেরও বেশি মেয়ে সেখানে অংশ নেয়। কাঞ্চনজঙ্ঘা উদ্ধার কেন্দ্র, সেবা কেন্দ্র এবং দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরাম ওই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে। ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অনুষ্ঠানটি হয় বলে ওয়ার্ল্ড ভিশনের সমাজসেবী আমোস শেরিং জানিয়েছেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাঁসিদেওয়ার বিডিও।খড়িবাড়ি থানার ওসি সুজিতবাবু সেখানে নারী পাচারের বিরুদ্ধে বার্তা দেন।