বালাসন সেতু স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে মাটিগাড়ার এই শিল্পীরা

নিজস্ব প্রতিবেদন ঃ কিছুদিন আগে প্রবল বর্ষনের পর মাটিগাড়ার বালাসন সেতু সামান্য ক্ষতিগ্রস্ত হলে তারওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এখন সেখানে বেইলি ব্রীজ তৈরির প্রস্তুতি চলছে। আর যান চলাচল বন্ধ থাকায় মাটিগাড়ার বিখ্যাত মাটির শিল্প কার্যত মুখ থুবড়ে পড়েছে। মাটিগাড়া বালাসন সেতুর ধারে মাটির বহু সামগ্রী বিক্রি হয়। দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয় সেখানকার মাটির সামগ্রী। স্থানীয় বহু মানুষ সেই মাটির সামগ্রী বিক্রি করে সংসার প্রতিপালন করেন।মাটির অনেক টব ফুল গাছ সমেত সেখানে বিক্রি হয়। কিন্তু সবই এখন কার্যত মুখ থুবড়ে পড়েছে। তাঁরা অপেক্ষা করছেন কবে আবার বালাসন সেতু স্বাভাবিক হবে, কবে আবার যান চলাচল স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ব্যবসাবানিজ্য বা ক্ষুদ্র শিল্প স্বাভাবিক হবে।