
নিজস্ব প্রতিবেদন ঃ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি এবং নেশামুক্ত দেশ গঠনের সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে সীমান্ত রক্ষা বাহিনীর তরফে “সাইকেল র্যালির” আয়োজন করা হলো বুধবার । গত পয়লা নভেম্বর আগরতলা থেকে এই সাইকেল র্যালি বেরিয়েছিলো ।তাতে ১৮ জন বিএসএফ জওয়ান অংশ নেয়।
মেঘালয়, অসম,ধুবরী হয়ে শিলিগুড়িতে আসে রেলিটি।
প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে আগামী ১২ ডিসেম্বর কলকাতায় গিয়ে শেষ হবে সেই রেলি।বুধবার সন্ধ্যায় র্যালিটি ফুলবাড়ি ১৭৬ ব্যাটালিয়নে এসে পৌঁছায়।বৃহস্পতিবার সকালে সীমান্ত রক্ষা বাহিনীর বিএসএফের নর্থবেঙ্গল ফন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অজয় সিং এই র্যালির ফ্ল্যাগ অফ করেন।এই কর্মসূচিতে বিএসএফের অন্যান্য আধিকারিক ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।
