শব্দ দূষনের বিরুদ্ধে শিলিগুড়িতে পুলিশের সচেতনতা

নিজস্ব প্রতিবেদন ঃ শব্দ দূষনে ভয়ানক অবস্থা শিলিগুড়ির। গাড়ির হর্নের আওয়াজ বাজছে অকারণে। তার সঙ্গে বায়ুদূষণতো আছেই। এসব নিয়েই বৃহস্পতিবার
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবার অকারনে হর্ন বাজানো বন্ধ করার আবেদন জানালো। বৃহস্পতিবার শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে গাড়ির চালকদের প্রতি সচেতনতার বার্তা দিতে দেখা যায়। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে রাস্তার দুপাশে ছাত্র ছাত্রীরা আওয়াজ তোলে নো হর্ন প্লীজ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সারা বছর সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করে । সেই কর্মসূচির অঙ্গ হিসাবে গাড়ির চালকদের সচেতন করার উদ্দেশ্য নিয়ে এদিনের এই কর্মসূচি। শিলিগুড়ির বিভিন্ন স্কুলের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই ধরনের কর্মসূচি বিভিন্ন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অনবরত চলবে বলে জানানো হয়েছে । এরপর গাড়ির চালকেরা অকারণে হর্ন বাজালে জরিমানাও করা হবে।