নিজস্ব প্রতিবেদন:
ইট ও পাথর সঠিক জায়গায় পরপর বসালেই যেমন একটি মজবুত বাড়ি গড়ে ওঠে, তেমনই আগামী দিনের শক্তিশালী দেশ গঠনে ছেলেমেয়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমনই বক্তব্য রাখলেন বিএসএফের রাধাবাড়ি ক্যাম্পের ডেপুটি কমান্ডান্ট ইন্দ্র সিং জাট। বুধবার, ২৪ ডিসেম্বর শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে অবস্থিত দার্জিলিং পাব্লিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই মত প্রকাশ করেন।

তিনি বলেন, আজকের দিনে শুধু পড়াশোনা বা শারীরিক সুস্থতা বজায় রাখাই যথেষ্ট নয়, পাশাপাশি ছেলেমেয়েদের মনকেও দৃঢ় করে গড়ে তুলতে হবে। যাতে প্রতিকূল পরিস্থিতিতে তারা ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সামলাতে পারে। এ ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সঠিক দিকনির্দেশনাতেই শিশুরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে ওঠে।
অনুষ্ঠানে তিনি ছাত্রছাত্রীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন এবং পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন একটি যোগা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুকান্ত চক্রবর্তী। উপস্থিত ছিলেন দার্জিলিং পাব্লিক স্কুলের ডিরেক্টর বিজয় কুমার শা।
দু’দিন ব্যাপী এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘উৎকর্ষ ২০২৫’। অনুষ্ঠানে স্কুলের উপাধ্যক্ষ ভিক্টোরিয়া রহমান দার্জিলিং পাব্লিক স্কুলের শিক্ষাগত ও সহ-পাঠক্রমিক নানা কর্মকাণ্ড সুন্দরভাবে তুলে ধরেন।
ডিরেক্টর বিজয় কুমার শা সহ বিদ্যালয়ের সকলের সম্মিলিত প্রয়াসে সিবিএসই বোর্ডের অধীন এই স্কুল যে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে, তা তুলে ধরা হয়। উল্লেখযোগ্যভাবে, এই বিদ্যালয়ের বহু মেধাবী ও কৃতী ছাত্রছাত্রী আজ দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
এবারের অনুষ্ঠানের থিম ছিল ‘ভারত কি বীরগাথা’। শিশু ছাত্রছাত্রীরা ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ থেকে শুরু করে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রামকে মঞ্চে তুলে ধরে। পাশাপাশি মহাকাশ বিজ্ঞানে ভারতের অগ্রগতিও সুন্দর পরিবেশনায় ফুটে ওঠে। অনুষ্ঠানের সঞ্চালনাও করে স্কুলের ছাত্রছাত্রীরাই, যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। ভারতীয় সংস্কৃতি ও পরম্পরার নানা দিক এই অনুষ্ঠানে প্রাণবন্ত হয়ে ওঠে।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. আনন্দ গোপাল ঘোষ, বৈদিক সেবা আশ্রমের সভাপতি সত্যেন্দ্র আর্য্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের।
এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দার্জিলিং পাব্লিক স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা গেছে।

