
নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় টিকিয়াপাড়া পরমানন্দ যোগানন্দ অনাথ আশ্রমের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে *বৃহন্নলা সম্প্রদায়*। ‘বৃহন্নলা’ শব্দের আভিধানিক অর্থ দীর্ঘভুজা। এই দীর্ঘভুজাদের হাতে উত্তোলিত পতাকায় অন্যরকম পরিবেশ তৈরি হয়। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে তাঁদের কন্ঠে ধ্বনিত হয় দেশাত্মবোধক সঙ্গীত। আর সেই সুরে সুর মেলায়অনাথ আশ্রমের আবাসিকরা। সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে ছিল শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম।
