
নিজস্ব প্রতিবেদনঃসুরে ও সৃজনীতে দেবমাল্য। অনুষ্ঠান শিলিগুড়ি ইচ্ছেবাড়িতে।তার সঙ্গে অন্যরকম হস্ত শিল্পের প্রদর্শনী। শুক্রবার শুরু হওয়া প্রদর্শনী শনিবার পর্যন্ত চলবে। ডিজাইনার — দেবমাল্য চ্যাটার্জী এবং সৌভিক নিয়োগী।আয়োজনে ইচ্ছেবাড়ি, শিলিগুড়ি। সঙ্গীত শিল্পী দেবমাল্য চট্টোপাধ্যায়ের শুক্রবার বিকালে সঙ্গীত পরিবেশন করেন। প্রসঙ্গত ভারতীয় রাজনীতির ব্যতিক্রমী ব্যক্তিত্ব তথা লোকসভার প্রয়াত স্পীকার সোমনাথ চট্টোপাধ্যায়ের ভাইপো হলেন দেবমাল্য চট্টোপাধ্যায়।

প্রকৃতপক্ষে ছোট থেকেই সঙ্গীত চর্চার নেশায় মগ্ন দেবমাল্য। সঙ্গীতই তাঁর ধ্যানজ্ঞান। তবে সঙ্গীতের পাশাপাশি তিনি ডিজাইনিং বা হস্ত শিল্পের কাজ করেন। সেসব হস্ত শিল্প একটু আলাদা ধরনের। এতদিন সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকায় ডিজাইনিং এর কাজ নিয়ে তেমন চর্চা করতে পারেন নি।এখন করোনা পরিস্থিতিতে আবার সেই চর্চা বেড়েছে। তার সঙ্গে সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন যন্ত্র সঙ্গীত শিল্পীকে সহায়তা করার মানসিকতা নিয়ে শিলিগুড়িতে সুরে ও সৃজনের অনুষ্ঠানে যোগদান বলে খবরের ঘন্টাকে দেবমাল্য চট্টোপাধ্যায় জানিয়েছেন। রবিবার তাদের এই অনুষ্ঠান ডুয়ার্সের মালবাজারে।