
নিজস্ব প্রতিবেদন ঃ সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর মতো শিল্পী হতে না পারলেও তাঁর মতো ভালো মানুষ হওয়ার চেষ্টাতো করাই যায়।সেই ভাবনায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর মানবিক আদর্শে অনুপ্রাণিত হয়ে দুঃস্থদের সেবা কাজে নেমেছেন একদল অরিজৎ ভক্ত। মঙ্গলবার তাঁরা অরিজিৎ সিং এর জন্মদিনও পালন করেন শিলিগুড়িতে। প্রসঙ্গত সঙ্গীত চর্চার সঙ্গে সঙ্গে দুঃস্থ অসহায়দের কিভাবে মঙ্গল করা যায় সেই চিন্তায় সময় অতিবাহিত করেন অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তাঁর বাড়ি। সেখানে প্রচুর সামাজিক ও মানবিক কাজ করে চলেছেন অরিজিৎ সিং। তাদের রেস্তোরাঁ থেকে প্রতিদিন বহু অভুক্ত মানুষকে খাওয়ানো হয়।আর এর জেরে নতুন প্রজন্মের কাছে এক নতুন আদর্শ বা সুপার হিরো হয়ে উঠছেন অরিজিৎ সিং।

আরও বিস্তারিত দেখুন নিচের লিঙ্কে–