
নিজস্ব প্রতিবেদন ঃ শেষ পর্যায়ের ক্যান্সার।রোগী কেমোও নিতে পারছে না। মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে রোগী। সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে এমন ওষুধ রয়েছে যার সাহায্যে রোগীকে চার মাসের পরিবর্তে ছয় মাস বাঁচিয়ে রাখা সম্ভব। শুধু তাই নয়, ক্যান্সার যন্ত্রণায় কাতর রোগীর যন্ত্রণার সামান্য হলেও উপশম করা যেতে পারে হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে। বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা পুষ্টি বিশারদ ডাঃ জয়শ্রী জানা এমনটাই জানাচ্ছেন। একসময় একটি ক্যান্সার হাসপাতালে ডায়েটিসিয়ান হিসাবেও তিনি কাজ করেছেন। এই বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শ্রীমতী জয়শ্রী জানা আরও বলছেন, ক্যান্সার আক্রান্তদের মধ্যে ভীষণভাবে ইতিবাচক ভাবনা দরকার। ক্যান্সার সেলের সঙ্গে যুদ্ধ করতে পজিটিভ এনার্জি বা ইতিবাচক ভাবনা ভীষণ ভাবে সাহায্য করে।
আসন্ন পয়লা জুলাই চিকিৎসক দিবসকে সামনে রেখে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শ্রীমতী জয়শ্রী জানা হোমিওপ্যাথি চিকিৎসার বিভিন্ন ইতিবাচক দিক মেলে ধরেছেন। তাঁর চিকিৎসায় বহু কঠিন রোগে আক্রান্ত মানুষ সুস্থ হয়ে উঠছেন। তবে হোমিওপ্যাথি চিকিৎসায় বিশেষ ভাবে ধৈর্য দরকার। চলুন শোনা যাক কি বলছেন ডাঃ জয়শ্রী জানা।
ইতিবাচক ভাবনা প্রসারের কাজে নিয়োজিত খবরের ঘন্টার এই পোস্টটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক,কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।খবরের ঘন্টার সোসাল মিডিয়া সাবস্ক্রাইব ও ফলো করে ইতিবাচক ভাবনাকে জোরদার করে তুলুন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-