
নিজস্ব প্রতিবেদন ঃ গোটা এলাকার নাগরিকরা সমাজের ভালোর জন্য প্রতিদিনই কিছু না কিছু করে যাচ্ছেন। রক্তদানতো আছেই, তার সঙ্গে বৃক্ষরোপন।গাছ বিতরন। এলাকা পরিস্কার রাখা। স্বাস্থ্য শিবির। সবেতেই এলাকার সব নাগরিককে নিয়ে ধারাবাহিকভাবে সুন্দর সুন্দর সব কাজ করে চলেছে শিলিগুড়ির সারদাপল্লী নাগরিক সমিতি। তারই অঙ্গ হিসাবে রবিবার সারদাপল্লী নাগরিক সমিতি কার্যালয় চত্বরে তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। স্থানীয় মহিলারাও সেই রক্তদানে এগিয়ে আসেন। নাগরিক সমিতির সহ সভাপতি বিমল সরকার,, সহ সম্পাদক সনৎ ভৌমিক জানিয়েছেন, মুমূর্ষু মানুষের প্রান বাঁচানো তথা গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট মেটাতে তাদের এই শিবির। ভবিষ্যতে নাগরিক সমিতি আরও কিছু মানবিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করছে। উদ্যোক্তারা বলেন,ভালো কাজের মাধ্যমে চারদিকে ইতিবাচক পরিবেশ তৈরি হয়। আর যত ইতিবাচক পরিবেশ তৈরি হবে ততই মানুষ ভালো থাকবে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–