
নিজস্ব প্রতিবেদন ঃ চারদিকে চাই শান্তি। আমাদের সভ্যতার উন্নয়ন হচ্ছে, এইসময় অশান্তি হিংসা কখনোই আমাদের এগিয়ে দিতে পারে না। বিশেষ করে সর্বত্র আজ চাই শান্তি ও সৌভ্রাতৃত্ববোধ।সেই ভাবনা এবং প্রার্থনাকে সামনে রেখে শনিবার শিলিগুড়ি ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম শিলিগুড়ি হাসমি চক ছাড়া শালবাড়ি এবং বাগডোগরা বিহার মোড়ে এক শান্তি ধর্নার আয়োজন করে। শিলিগুড়ি ও তার আশপাশের ১১৫টি চার্চের প্রতিনিধি তাতে অংশ নেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও সেখানে উপস্থিত হয়েছিলেন। শিলিগুড়ি ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের সহ সভাপতি কৌস্তুভ দত্ত জানিয়েছেন, তাঁরা সবাই মিলে মনিপুরে শান্তি ও সৌভ্রাতৃত্বের জন্য আবেদন ও প্রার্থনা করছেন।তাঁরা কিছু ত্রান সামগ্রীও গ্রহণ করছেন। অশান্তি সংঘর্ষের জেরে যাঁরা গৃহহীন, যাঁরা বিধ্বস্ত সেই সব অসহায় মানুষদের তাঁরা ত্রান এবং অর্থ সাহায্য পাঠাচ্ছেন শিলিগুড়ি থেকে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-